Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মাধবপুর উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো চৌমুহনী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ চৌমুহনী ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৬.০০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৪১৬৫ জন (প্রায়) (পুরুষ- ১৭০৮৮, মহিলা ১৭০৭৭)(২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৮টি। (খানার সংখ্যা- ৪৯১১)

ঙ) মৌজার সংখ্যা – ২৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বেবি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৫%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৯টি,বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি, উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ১টি, মাদ্রাসা- দাখিল- ১টি, খারিজী মাদ্রাসা- ২টি, হাফেজী মাদ্রাসা- ১টি।

 

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ সামসুল ইসলাম কামাল।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) দর্শনীয় স্থান–  কেনা বাগান।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।