Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

 

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন এ  ইউনিয়নে উত্তরে বহরা ইউনিয়ন, দক্ষিণাংশে  ধর্মঘর ইউনিয়ন পশ্চিমে হরষপুর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য।

ক) নাম – ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৬.০০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৪১৬৫ জন (প্রায়) (পুরুষ- ১৭০৮৮, মহিলা ১৭০৭৭)(২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৫৩ টি। (খানার সংখ্যা- ৪৯১১)

ঙ) মৌজার সংখ্যা – ২৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) ব্যাংকের সংখ্যা-৩টি । ১। ব্যাংক এশিয়া, ২। কৃষি ব্যাংক, ৩। ডাচ-বাংলা ব্যাংক।

জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বেবি/রিক্সা।

ঝ) শিক্ষার হার – ৪৫%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৫টি, স্কুল এন্ড কলেজ- ১টি। ৫ টি,নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ১টি, মাদ্রাসা- দাখিল- ১টি, খারিজী মাদ্রাসা- ২টি, হাফেজী মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোহাম্মদ আপন মিয়া।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১০টি টি।